চাটমোহরে গাঁজাসহ এক মাদকসেবী গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে গাঁজাসহ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১২ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী “খ” সার্কেলের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী “খ” সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম। উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম, এএসআই মো. নিজাম উদ্দিন, এএসআই দিন্দার, সিপাহী মো. সজিব, অসিম কুমার, রুবেল হোসেন ও নুর মোহাম্মদ।
অভিযান চলাকালে চাটমোহর উপজেলার ধানকুনিয়া গ্রাম থেকে জাবের প্রামানিকের ছেলে মো. মুন্নাফ হোসেনকে (৩৬) ১০ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে মুসা নাসের চৌধুরী বলেন, আমরা প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে আভিযান পরিচালনা করছি, মাদকের বিষয়ে কোথাও কোন ছাড় দেওয়া হবেনা। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।