বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

১৩ নভেম্বরের লকডাউন প্রতিহতের ডাক, তাড়াশে যুবদলের রাজপথে গর্জন ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সৈরাচার আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তাড়াশে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তাড়াশ উপজেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহআলম।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও কামারখন্দ) আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ভিপি আয়নুল হকের ভাতিজা আব্দুর রাজ্জাক, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের লুটপাট, দমন-নিপীড়ন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির দাবির প্রতি জনগণ ঐক্যবদ্ধ। বক্তারা আরও বলেন, ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়