কালিয়াকৈরে তিন ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস টার্মিনাল এলাকা থেকে মঙ্গলবার রাতে তিন মোবাইল ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে পুলিশে সৌর্পদ করেছে এলাকাবাসী। পরে তাদের বুধবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো গাইবান্ধার সাঘাটা উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাহাত ইসলাম(২২), কুড়িগ্রামের উলিপুর উপজেলার হগডাঙ্গা গ্রামের মিন্টু মিয়ার ছেলে শফিউল ইসলাম(১৮) ও একই জেলার রাজারহাট উপজেলার পান্ডাখালী গ্রামের নুর মোহাম্মদের ছেলে আশরাফুল ইসলাম(১৮)।
পুলিশ সূত্র জানায় মঙ্গলবার রাতে সাড়ে দশটার দিকে এক নারী পোষাক শ্রমিক কারখানা থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রা এলাকায় জিপি টাওয়ারের সামনে থেকে ৬ থেকে ৮জন যুবক মোবাইল ছিনিয়ে নেয়। এসময় ওই নারীর ডাক চিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করে গনপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে রাতের দেড়টার দিকে ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানায় তিন ছিনতাইকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।