কালিয়াকৈরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ডিষ্ট্রিক কর্নিঅরেটর রজনী গন্ধ্যা, একাডেমী সুপার ভাইজার শাহীনুর বেগম, চন্দ্রা সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মাষ্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এসময় গ্রীস্মকালীর ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পরস্কার বিতরন করা হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।