নওগাঁ জেলা সদর উপজেলা রিক্সা, ভ্যান রিক্সা মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা সদর উপজেলা রিক্সা, ভ্যান রিক্সা মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫শে অক্টোবর ) দুপুরে শহরের পার-নওগাঁ এলাকায় নিজস্ব কার্যালয়ে (রেজিঃ রাজ-৩১৩৪) এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাস্টার আজিজুর রহমান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক I
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মো. নূর-ই-আলম মিঠু।
পরে মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ নেন। তারা প্রতিশ্রুতি দেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করবেন।
সভাপতি আসাদুজ্জামান সিদ্দিকী টিপু , সাধারণ সম্পাদক সাজেদুল হক মিঠু,সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন সহ ১৫ সদস্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি আসাদুজ্জামান সিদ্দিকী টিপু বলেন , নতুন নেতৃত্ব মালিক ও শ্রমিকদের উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।