শেখ হাসিনা আর্মিকে উসকানি দিয়ে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন: তাজুল ইসলাম


সংবাদের আলো ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার ২৩ অক্টোবর ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তাজুল বলেন, তিনি (শেখ হাসিনা) সেনাবাহিনীকে উসকানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারদের বিচার করা হচ্ছে। তোমারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী এই উসকানিতে পা দেয়নি।
বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উসকানি বুঝতে পেরেছে জানিয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ আছে, বিচারের প্রক্রিয়ায় তাদের আনা হয়েছে। আইনের শাসনের প্রতি সুদৃঢ় অবস্থান সেনাবাহিনী দেখিয়েছে। সুতরাং এসব উসকানি বিফলে গেছে।
তিনি বলেন, এসব উসকানির মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন, এতো হত্যাকাণ্ড নিয়ে তাদের সামান্যতম অনুশচনা নেই। অনুশচনাহীন হত্যাকারীদের ব্যাপারে আদালতের কোনো অনুকম্পা থাকা উচিত নয় বলেও মত দেন চিফ প্রসিকিউটর।
বাংলাদেশে এমন হত্যাকাণ্ড যেন আর কখনও ফিরে না আসে এ জন্যই এই বিচারকার্য বলে জানান তাজুল ইসলাম।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।