ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন


সংবাদের আলো ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস।
এর আগে, এশিয়া কাপে চোটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিল লিটন। এশিয়া কাপের শেষ দুই ম্যাচ এবং আফগানিস্তান সিরিজে জাকের আলী অনিকের নেতৃত্বে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে এবার বড় প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, তাই অভিজ্ঞ লিটনের প্রত্যাবর্তনকে দলীয় ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।
তবে সুযোগ হারিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি—৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট। তবুও জায়গা পাননি দলে। নির্বাচকদের মতে, ‘টিম কম্বিনেশনের কারণেই সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
ঘোষিত দলে লিটনের ফেরা আর সাইফউদ্দিনের বাদ পড়া ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। বাকি খেলোয়াড়রা আগের স্কোয়াডই ধরে রেখেছেন নিজেদের জায়গা।
চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তারিখগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।