শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়

সংবাদের আলো ডেস্ক: মিরপুরের হোম অব ক্রিকেটে যেন উৎসবের আবহ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং ও দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে ২৯৬ রানের লড়াইযোগ্য পুঁজি গড়ে টাইগাররা। এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অতিথিরা।

এদিন ইনিংসের শুরু থেকেই সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে ছক্কার বন্যা বইয়ে দেন। মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে দুজনের ব্যাটে আসে ১৭৬ রানের বিশাল উদ্বোধনী জুটি।

দুজনের কাছেই ছিল সেঞ্চুরির হাতছানি। কিন্তু কেউই তা ছুঁতে পারেননি। ৭২ বলে ৮০ করে ফেরেন সাইফ, আর ৮৬ বলে ৯১ রানে থামেন সৌম্য।

ওপেনারদের বিদায়ের পর ব্যাটিংয়ের গতি কিছুটা কমে যায়। তাওহিদ হৃদয় (২৮), শান্ত (৪৪) ইনিংস গড়ার চেষ্টা করলেও বড় রান পাননি কেউ। শেষ দিকে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়াই করে বাংলাদেশকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানে পৌঁছে দেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেইন সর্বাধিক ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে যেন পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণিতে বিপর্যস্ত অতিথিরা। ৩৫ রানের মধ্যেই তিন ব্যাটার ফিরে যান সাজঘরে।

ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ ১৬ বলে মাত্র ৪ রান করে ফেরেন তানভীর ইসলামের বলে। রিশাদ হোসেনের স্পিনে ভেঙে পড়ে বাকি প্রতিরোধও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

শেষ দিকে আকিল হোসেইন কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা দলের ভাগ্য ফেরাতে পারেনি। ১৫ বলে ২৭ রান করে মিরাজের বলে ফিরলে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে ১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ৩টি করে, মিরাজ ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়