বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আলহেরা মার্কেট সংলগ্ন চত্বরে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিকদের মিলন মেলা উৎসবে পরিণত হয়।

এতে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মো: আইয়ুব আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যক্ষ আলী আলম। এসময় শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মাও মিজানুর রহমান, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রশিদ শামীম প্রমুখ।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাটিকা ও কৌতুক পরিবেশন করেন শিল্পীরা। এই অনুষ্ঠানে রিক্সা -ভ্যান ও তাঁত শ্রমিক সহ নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়