চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: থানায় মামলা


জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ির সীমান্তবর্তী মাদারগঞ্জের রায়েরছড়া বাজারে চাঁদার দাবিতে মনিরুজ্জামান মনির নামে এক ব্যবসায়ীর হাত-পা কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকালে এ ঘটনায় আহতের ভাই রাকিবুল ইসলাম বাদি হয়ে পাঁচ জনকে আসামি করে কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও অভিযোগ সুত্রে জানা গেছে, রায়েরছড়া গ্রামের মনিরুজ্জামান মনির ও রাকিবুল ইসলাম দুই ভাই মিলে রায়েরছড়া বাজারে ইলেকট্রনিক ও নগদ, বিকাশের ব্যবসা করে আসছিল। ঐ এলাকায় বখাটে রেজাউল করিম, রাজন, মারুফসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে।
চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় জের ধরে ১৯ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে কৌশলে দোকান থেকে ডেকে নিয়ে নির্জনে নিয়ে চাঁদা দিতে বলে। চাঁদা দিতে অস্বীকার করায় মনিরকে রামদা দিয়ে হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মনিরের কাছ থেকে নদগ এক লাখ টাকা ও নগদ স্টার এজেন্টের সিম ও ফোন জোর করে নিয়ে নেয়। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ব্যবসায়ী মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে রেজাউল, রাজন ও মারুফ তার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে বাজারে ব্যবসা করতে দিবেনা। রবিবার রাতে কৌশলে নির্জনে ডেকে নিয়ে চাঁদা দাবি করে। অস্বীকার করায় রাম দা দিয়ে কুপিয়েছে তারা।
এ ব্যাপারে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জিয়াউর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।