ভেড়ামারা প্রিমিয়ার লীগ-২০২৫ (বিপিএল) শুভ উদ্বোধন


এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: ভেড়ামারা সরকারি কলেজ মাঠে ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার সময় ভেড়ামারা প্রিমিয়ার লীগ-২০২৫ (বিপিএল) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার।
বিএনপির যুগ্ন আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এস এম আল হোসাইন সোহাগ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সাংবাদিক ও সাথী ফুডপার্ক এন্ড রিসোর্ট এর সিইও মোঃ আব্দুল আলিম।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট কমিটি প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র এ্যাড. মহ. তৌহিদুল ইসলাম আলম।
খেলার আয়োজন করেন নাভানা এন্ড ওয়েষ্টার্ন স্পোর্টস। টাইটেল স্পন্সর: সাথী ফুড পার্ক এন্ড রিসোর্ট।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।