রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় গোয়েন্দা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিড়িসহ দুইজন আটক

নেত্রকোনা প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিড়িসহ মো: শুভ ইসলাম(২১) ও সজিব মিয়া(২১) নামের দুইজনকে মোটরসাইকেল সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পশ্চিম।

শনিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মনাং বোর্ড বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি মোটরসাইকেলে করে অবৈধভাবে বিড়ি পরিবহনের সময় মোটরসাইকেলসহ মো: শুভ ইসলাম ও সজিব মিয়াকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ৩৪ হাজার ৫ শত শলাকা ‘মামুন বিড়ি’ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুনামিন ৩৪ হাজার টাকা।আটককৃতদের বাড়ি কুষ্টিয়া জেলায় দৌলতপুর উপজেলায় বলে জানিয়েছে ডিবি পুলিশ। তারা দুইজন মামুন বিড়ির মালিক মামুনের অধিনে চাকরী করত।

ডিবির সাব ইন্সপেক্টর অপু ভৌমিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযুক্তদের সাথে থাকা দুইটি মোটরসাইকেল ও ৩৪ হাজার ৫ শত বিড়ি জব্দ করা হয়ে। মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়