রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

করিডোর নিয়ে চিন্তা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন – সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক 

চট্রগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন করিডর কিভাবে দেয়া হবে তা চিন্তা করবে রাজনৈতিক সরকার। তিনি অন্তবর্তী সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন এতে সকলেরই মঙ্গল হবে। করিডোর কিভাবে দেওয়া হবে তা চিন্তা করবে দেশের নির্বাচিত সরকার এটা আপনার চিন্তার বিষয় নয়, তিনি বলেন বিএনপি’র মাঠ পর্যায়ে নির্যাতিত প্রায় ৬০ লক্ষ আসামের মামলার কোন কুলকিনারা এখনো হয়নি ফ্যাসিবাদীদের আমলে দেয়া এসব মামলা দ্রুত প্রত্যাহার করার জন্য তিনি অন্তভক্তি সরকারকে দাবি জানান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন পরিস্থিতি অশান্ত  হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন না হয় জনগণ আবার মাঠে নেমে যাবে এতে কারো শেষ রক্ষা হবে না।

তিনি গত ২ রা বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল আয়োজিত ৬০ লক্ষ আসামি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারপার্সনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি হারুনুর রশিদ, মৎস্যজীবী দলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আসম খালিদ ইকবাল, তাতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল মনির, এ সময় আরো বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদীদের বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীগণ নিজ বাড়িতে পর্যন্ত অবস্থান করতে পারেনি ফ্যাসিবাদী বিদায় হওয়ার পরে এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা এসব মামলায় আদালতে হাজিরা দিতে হয়। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপির নেতা কর্মীদের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দ অন্তবর্তী সরকারকে আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়