রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুমকীতে ধর্মপ্রাণ জনতার গর্জন: কোরআনবিরোধী নারী কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রতিবেদন প্রত্যাহার ও কমিশন বাতিলসহ চার দফা দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর লেবুখালী-বাউফল মহাসড়কের দুমকি নতুন বাজারে আল মামুন সুপার মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল্লাহ বিন নাসির, মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী।

এ ধরনের কমিশনের কোনো বৈধতা নেই-এটি বাতিল করতেই হবে।তারা আরও বলেন, সংবিধানে ‘বহুত্ববাদ’ নয়, ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে। ফ্যাসিবাদের সময় দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরসহ দেশের সকল গণহত্যার সুষ্ঠু বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বসার। কর্মসূচিতে বিভিন্ন মসজিদের অসংখ্য  মুসল্লি অংশগ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়