শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ১০ নেতার পদ স্থগিত ও শোকজ 

রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৭ নেতা পদ স্থগিতের সুপারিশ ও স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের ৩ জন কে সাংগঠনিক ব্যবস্থা নিতে  নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। 

শুক্রবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লাপাড়া পৌর বিএনপি নেতা বেলাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মুকুল হোসেন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী,বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু,উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু।

এছাড়া উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু হাসান অভি,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ খোকন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ জালাল কে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংগঠনগুলো কে নির্দেশ দিয়েছে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়