সরস্বতী পূজাকে ঘিরে ব্যস্ত রাউজানের প্রতিমা শিল্পীরা
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎসব সরস্বতী পূজার দিনক্ষণ গণনা শুরু। এই উৎসবের প্রধান উপজীব্য প্রতিমা।আর এই উৎসবকে ঘিরে রাউজানের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির কাজ।ফলে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দেবী সরস্বতীর আকৃতি দিতে ঘাম ঝরাচ্ছেন তারা।রাত দিন চলছে প্রতিমা তৈরির কাজ।শিল্পী আর সহযোগিরা মিলে বানাচ্ছেন সরস্বতী প্রতিমা।মাটি আর খড় পানি দিয়ে প্রস্তুত করা হচ্ছে এসব প্রতিমা।
এরপর এতে দেওয়া হবে রং।সরেজমিনে রাউজানের নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়,ব্যস্ত সময় পার করছেন কারিগররা।সেখানে কাজ করছেন প্রতিমা শিল্পী অনিল পাল সহ অন্যান্যরা । কয়েকজন কারিগরদের সাথে কথা হলে তারা বলেন,পূজার জন্য সাধারণত দুই মাস আগে থেকে কাজ শুরু করতে হয়।আমাদের প্রতিমার কাজ চলছে।বর্তমানে মাটি,রং,গাছসহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে গেছে।তাই প্রতিমা তৈরির খরচ একটু বেশি। উল্লেখ্য যে,আগামী ২৩ শে জানুয়ারি শুক্রবার শুরু হবে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সবচেয়ে বড় এই উৎসব।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।