সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালপুরে ‘পতিতা’ পরিচয়ে চাঁদাবাজি, ধরা পড়ল সংঘবদ্ধ চক্র

সংবাদের আলো ডেস্ক: নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকায় পতিতা পরিচয়ে নারী প্রলোভনের ফাঁদ পেতে চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরেই তারা এই কৌশলে বিভিন্ন লোককে আটকে রেখে নগদ অর্থ হাতিয়ে আসছিল।

শনিবার (১৬ নভেম্বর) সকাল প্রায় ১০টার দিকে একই পদ্ধতিতে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং তার মোটরসাইকেল জিম্মি করে রাখে।

ঘটনা জানাজানি হলে লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত গোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) ও তার সহযোগী মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮) দুজনকে আটক করা হয়। তবে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাদের হেফাজত থেকে ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দু’জনসহ পলাতকদের বিরুদ্ধে লালপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “লালপুর এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণা ও চাঁদাবাজি চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও কঠোর করা হবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়