চাটমোহরে নগর সংঘ যুবসমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর বর্ণিল উদ্বোধন
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে নগর সংঘ যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় খেলাপ্রেমীদের ঢল নামে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব-এর সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চারমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান। ৮ দলের অংশগ্রহণে সাজানো এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এবং ফরিদপুর উপজেলা দল।
উত্তেজনাপূর্ণ খেলায় এডওয়ার্ড কলেজ দল ফরিদপুরকে ৪–১ গোলে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবশক্তি ফুটবল টুর্নামেন্টের আয়োজক সাগর হোসেন, এনসিপি নেতা হাসানুজ্জামান সবুজ, যুবদল নেতা তানভির জুয়েল লিখন এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুজ্জামান হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “মাদক ও মোবাইলের নেশা থেকে যুব সমাজকে ফিরিয়ে এনে মাঠমুখী করাই এখন বড় চ্যালেঞ্জ।” তারা এমন উদ্যোগ নেওয়ায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। টুর্নামেন্টের আয়োজক সাগর হোসেন বলেন, “যুব সমাজ যেভাবে মাদক এবং মোবাইলের নেশায় বিভ্রান্তির দিকে যাচ্ছে, সেখান থেকে তাদের ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন।
আমরা চাই মাঠ হোক যুব সমাজের সবচেয়ে বড় পরিচয় এবং শক্তি। উদ্বোধনী ম্যাচকে ঘিরে পুরো চাটমোহরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।