রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়গঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২১ নম্বর দাদপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (শিক্ষিকা) মোছাঃ নাছিমা খাতুনের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ঘুরকা গ্রামে মোছাঃ নাছিমা খাতুনের (৪২) নিজ বাড়িতে ধানগড়া ইউনিয়নের চকনুর গ্রামের সানাউল্লাহর ছেলে ব্যবসায়ী মাহমুদুল (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে স্থানীয়রা হাতে নাতে আটক করে।

পরে তাদের অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে নাছিমা খাতুন বিদ্যালয়ের দায়িত্ব পালনে অবহেলা করছেন এবং অনৈতিক আচরণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে আসছেন। এতে বিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এমন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা বলেন, একজন শিক্ষক সমাজে আদর্শ ও নৈতিকতার প্রতীক, তাই এমন অনৈতিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

তারা দ্রুত প্রশাসনিক তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখা যায় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়