রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে: মো. শাহজাহান

সংবাদের আলো ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশে প্রথম ইসলামি মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭২’র সংবিধান বিসমিল্লাহির রাহমানের রাহিম দিয়ে শুরু করেছিলেন। বিএনপিকে কেউ যদি অন্যভাবে আখ্যায়িত করতে চায়, আমি তাদের বলবো ভুলের স্বর্গে থাকবেন না। কারণ বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমূল্ল্যা উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ শাজাহান মানবিক সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এ সময়, বিভিন্ন শ্রেণির ২৮ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ পুরস্কার ও ১৫ জন কুইজ বিজয়ীসহ ৪শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, সত্যিকারের মানুষ ও আগামী দিনের নেতৃত্ব গড়ার একমাত্র কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন হয়েছে, আমরা যদি সুযোগ পাই, এই ধ্বংসস্তূপ থেকে আবার শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলবো। যাতে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে।

মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রেজভীসহ অনেকে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়