কালিয়াকৈরে বিদ্যালয়ে তিনদিন ব্যাপি শিশু উদ্যোক্তা মেলা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকের উপজেলা মৌচাক ভান্নারা এলাকায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপি শিশু উদ্যোক্তা মেলা। এসময় শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি পিঠা, কেক, ফুসকাসহ প্রায় ৫০ টি স্টল এতে অংশ নেয়।
এসব স্টলে পুষ্টিকর খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের পাঠ্য বই পোষাকের স্টল স্থান পায় মেলায়। মেলার শুভ উদ্বোধন করেন ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক তন্মি মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশিদ, মনিং সান ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফাতেমা আওয়াল প্রমুখ। শিশু উদ্যোক্তা মেলাটি চলে ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বও রোববার পর্যন্ত।
এছাড়াও মেলায় ছিলো র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন পুরস্কারে ব্যবস্থা। এই স্কুলটিতে রয়েছে প্রায় ১ হাজার শিক্ষার্থী। যাতের রয়েছে সর্ম্পূন বিনা বেতনের পড়াশোনার সুযোগ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।