চাটমোহরে ৪টি দোকানে ৩১ হাজার টাকা জরিমানা
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: চাটমোহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি দোকানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পুরাতন বাজারের মেসার্স হক স্টোরে মুগ ডালে কেমিক্যাল ও রং মেশানোর অপরাধে ২০ হাজার টাকা, এবং শফিকুলের কাঁচামালের দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নতুন বাজারে মনমোহন মিষ্টান্ন ভান্ডারকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের জন্য ৫ হাজার টাকা, এবং আদি মনমোহন মিষ্টান্ন ভান্ডারকে প্যাকেটের ওজন বেশি রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।