রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দায়িত্ব পালনে কোনো দুর্নীতি করিনি, হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি: ধর্ম উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকারই আসুক না কেনো আমাকে কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন দিয়েই উপদেষ্টারা যে যার কাজে ফিরে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমি সব ধর্মাবলম্বীদেরই ধর্ম উপদেষ্টা। সরকারের সব ধর্মের জন্য বরাদ্দ দিয়ে থাকেন। বায়তুল মোকাররমে ইবাদত করতে যাই আর ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। কারণ একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তৎপর। তারা প্রচার করতে চায় এদেশে ভিন্ন ধর্মাবলম্বীরা নিরাপদে নেই।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪,৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত দেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়