জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট চাই: রফিকুল ইসলাম
সংবাদের আলো ডেস্ক: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, টালবাহানা না করে জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসনে থেকে একটি দলের পক্ষে কাজ করবেন তা হবে না।
শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতাকর্মীরা। তারা চেয়েছিল এ দেশ থেকে ইসলামিস্টদের কর্মকাণ্ড ও জামায়াতকে উৎখাত করবে। সে লক্ষ্যে তারা দেশব্যাপী গুম-খুন, হত্যার রাজত্ব কায়েম করেছিল। মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতের নিরপরাধ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে বিশ্বব্যাপী কলঙ্কের দাগ লাগিয়ে বর্বরোচিত ইতিহাস সৃষ্টি করেছে। এসব বিচারিক হত্যাকাণ্ডে জড়িত বিচারক, সাক্ষী ও কুশীলবরা সবাই খুনি। এসব খুনিদের বিশেষ ট্রাইবুনালে বিচার করতে করতে হবে।
তিনি আরো বলেন, গত ৫৩ বছর যারা এ দেশ শাসন করেছে, তাদের মধ্যে একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরা সমান অধিকার পাবে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।