রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নানা আয়োজনে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার তৃতীয় বর্ষপুর্তি পালন

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ৩য় বর্ষ পুর্তি পালিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উৎসব কমিউনিটি সেন্টারে এই বর্ষপুর্তির অনুষ্ঠান পালিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হকের সঞ্চালনয় অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সাংগঠনিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা: এম এ লতিফ,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান,সদস্য আসলাম উদ্দিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটা: নরেশ চন্দ্র ভৌমিক,আল আরাফা গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ উজ্জ্বল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বাসদের আহবায়ক কমরেড নব কুমার কর্মকার,পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম,এখন টিভির স্টাফ রিপোর্টার রিফাত রহমান,স্বাগত বক্তব্য রাখেন দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ গৌর। এসময় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চ্যানেল ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুণ,সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য হাজী আব্দুস সাত্তার,পৃষ্ঠপোষকতার জন্য আশফাক ফারদিন আঈমান রহমতুল্লা কে সম্মাননা দেওয়া হয়। এছাড়া পত্রিকাটির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা দেওয়া হয় স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম আবিরকে।

অনুষ্ঠানে পত্রিকার সকল প্রনিধি ও স্টাফ কে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। এসময় বক্তরা দৈনিক শ্যামল বাংলা পত্রিকার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাষের পাশাপাশি উত্তর উত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্যামল বাংলা পত্রিকার মাফস্বল সম্পাদক সুদেব অধিকারী,স্টাফ রিপোর্টার বেলাল সবুজ এবং জুনিয়র স্টাফ রিপোর্টার সাগর খান। নৃত্য পরিবেশণ করে নাট্য নিকেতনের নৃত্য শিল্পীরা।

কেককর্তন শেষে হয় শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহৃ ভোজ। ২০২২ সালের ২৫ অক্টোবর মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু হয় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়