মোহাম্মদীয়া মাদ্রাসায় ইয়ানবী সানির নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ
সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন মোহাম্মদীয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা, কলম,পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবাবার(২৫অক্টোবর)সকাল ১১ঘটিকায় উপজেলার মোহাম্মদীয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে,ইয়ানবী সানির নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ হয়।
ফাহিম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন,বাইতুল মা’মুর জামে মাসজিদের কোষাধ্যক্ষ আলহাজ্ব ফারুকুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন, আলোচক হাফেজ সিদ্দিকুর রহমান, শাইখ আবু তাহের মাদানি,অত্র প্রতিষ্ঠানের কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।
শিক্ষা উপকরণ পেয়ে মোহাম্মদীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিফা খাতুন জানায়,আজকে নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ খুব ভালো লাগছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।