পাবনায় নকল ও ক্ষতিকর জুস প্রস্তুতকারককে জরিমানা
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: শনিবার (২৫ অক্টোবর ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল ও ক্ষতিকর জুস তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘প্রাণ’ জুসের আদলে ‘বি এস টি’ লোগো যুক্ত করে প্রতারণামূলকভাবে নকল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জুস তৈরি করা হচ্ছিল। পাবনা শহরের জালালপুর বাজার এলাকায় ছাত্তার স্টোরে এসব নকল জুস বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং নকল জুসের সব বোতল ধ্বংস করা হয়।
এছাড়া, টার্মিনালের সামনে তালহা হোটেলে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে পাবনা জেলা পুলিশ লাইনের একটি টিম, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা প্রদান করে। সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি বলেন,
“জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নকল ও ক্ষতিকর খাদ্যপণ্যের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, অভিযান শেষে নকল জুসের বোতলগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান ও মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।