শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় শ্রমিক নেতা ফরিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মোঃ ফরিদুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে আশুলিয়ার বগাবাড়ি একাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনকে দুর্বল করতে ফরিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা বলেন, শ্রমিকদের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করে আসছেন ফরিদুল ইসলাম। অথচ তাকে হয়রানির মাধ্যমে শ্রমিকদের থেকে দূরে রাখার চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, যারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করেন, তাদের বিরুদ্ধে মামলা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন দমন না করে, তাদের সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত মোঃ ফরিদুল ইসলামের মুক্তি, দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রমিক নেতাদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়