শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

২০২২ সাল থেকে ফ্যাসিস্ট  বিরোধী আন্দোলনে বিএনপির অন্যতম শরীক দল গণ অধিকার পরিষদ- হাসান আল মামুন

নেত্রকোনা প্রতিনিধি: ২০২২ সাল থেকে ফ্যাসিস্ট  বিরোধী আন্দোলনে বিএনপির অন্যতম শরীক দল গণ অধিকার পরিষদ। এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ জোটে নির্বাচন করবে কিনা সেটি আমরা দলীয় এখনও সিদ্ধান্তে পৌঁছাইনি নেত্রকোনায় নির্বাচনী প্রচারণা শুরু মাধ্যমে এ কথা বলেন গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাহঃ) মাজার জিয়ারত শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণার মাধ্যমে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী হিসেবে নিজেকে গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন।

পবিত্র জায়গা থেকে তিনি দেশের জন্য পবিত্র কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, তারুণ্যের প্রতীক হয়ে জন মানুষের ভোটে নির্বাচিত হয়েই তিনি সংসদে যাবেন এবং এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে কাজ করবেন।

মাজার জিয়ারতের পর মাজারে দোয়া শেষে  মদনপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়