বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
সুবীর দাস, নওগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের ভোটে বিএনপি সরকার গঠিত হলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ অক্টোবর ) নওগাঁ পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সরদার পাড়া,খড়হাটি, বয়েজহোম ইউনিটের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জননেতা জনাব জাহিদুল ইসলাম ধলু।
এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা যুবদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দেওয়ান ফারুক, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম, নওগাঁ ছাত্রদলের সভাপতি জাকির হোসেন ,সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা জনগণের সমর্থন কামনা করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।