নেত্রকোনায় ২০৫ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি: শীতের আগমনীতে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও কোমলমতি ২০৫ শিক্ষার্থীর মাঝে কম্বল ও বই বিতরণ করেছেন সাবেক অতিরিক্ত ভূমি সচিব মীর্জা মোহাম্মদ আল ফারূক। সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রত্যেকে শিক্ষার্থীকে মিষ্টিমুখ করানো হয়।
আজ শুক্রবার সকালে কৈলং গ্রামের আলেফ উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এবং পরে কমলাশ্রম গ্রামের গ্রানাডা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে শিক্ষার্থীদের হাতে তুলে দেন কম্বল, বই ও মিষ্টি। মোট ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মীর্জা মোহাম্মদ আল ফারূকের ছোট বোন মোছা: আর্জুমান্দ বেগম, দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান, আলেফ উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান এবং গ্রানাডা টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মো: তরিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে সাবেক এই সচিবের এমন মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকাজুড়ে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।