রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাতির বয়সী অনেককে উপদেষ্টা করার কারণে কিছু ভুল হচ্ছে: রিজভী

সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকারপ্রধান গুণী মানুষ হলেও, নাতির বয়সী অনেককে উপদেষ্টা করার কারণে কিছু ভুল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ মে) বগুড়া জেলা শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, মানবিক করিডোর দিয়ে দেশকে ঝুঁকির মুখে ফেললে কিংবা বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে কথা বললেই বিএনপিকে দোষারোপ করা হয়। উপদেষ্টাদের বক্তব্যে মনে হয় নির্বাচন চাওয়া মহাপাপ। এ সময়, উপদেষ্টা আসিফের কথা মত দেশ পরিচালনা করলে সেই দেশ ভালোমতো চলবেনা বলেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কেউ যদি ঐক্য বিনষ্ট করে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিরত রাখতে চায় তারা বিলীন হয়ে যাবে।

এর আগে, দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়