বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার নাতিকে মারধর করে একটি বস্তাতে আটকে রাখেন। একইসঙ্গে লুট করে নিয়ে যান তিনটি গরু। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ কাউলিয়া চরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।

চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তারা মিয়া নাতি খলিলকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে একটি ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।  ঘরে ঢুকে প্রথমে খলিলকে মারধর করে বস্তাতে আটকে রাখে। পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

এরপর খামার থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের তিনটি গরু লুট করে নৌকায় করে পালিয়ে যায়। ওসি বলেন, ‘যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়