রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়।স্বনামধন্য প্রয়াত এ্যাডঃ সাদ আহমেদ’র পৃষ্ঠপোষকতা ও তার নিজস্ব দান সম্পত্তিতে গড়ে তোলা (আলহাজ্ব ডাঃ মনির উদ্দিন ট্রাষ্ট) হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে বরাবরই অগ্রগামী। আজ ২৪ মে শনিবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডঃ নুরুল আমীন জসীম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। প্রধান অতিথী আব্দুণগফুর ছাত্রদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি স্কুলে মানসম্পন্ন শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল করতে সহায়তা করেছেন মোঃ মহির উদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়