নিখোঁজের ২১ ঘণ্টা পর যুবকের হাত পা বাধা নদীতে ভাসমান লাশ উদ্ধার


সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানি নদী থেকে শনিবার ২৪ শে মে সন্ধ্যা সাতটার দিকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত যুবক হল মিলনচর এলাকার নবীর উদ্দিনের ছেলে ইতুল (১৮)। স্থানীয় সূত্র জানায়, ২৩ মে রাত দশটার দিকে দুজন অজ্ঞাত যুবক একটি মোটরসাইকেলে ইতুলকে নিয়ে যায়।
এরপর থেকেই সে নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করলে পরিবার নিশ্চিত করে এটি ইতুলের লাশ। এ সময় ইতুলের হাত এবং পা বাধা ছিল একই সঙ্গে নাক এবং মুখে রক্তাক্ত জখম ছিল।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।