রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গফরগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: পারস্পারিক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যার নিরসনের লক্ষ্যে গফরগাঁওয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, গফরগাঁও। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, ইমাম ও খতিবগণ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন,এম, আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পারিক সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ধর্মের সঠিক ব্যাখ্যা ও চর্চার মাধ্যমে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, মসজিদভিত্তিক ইসলামী মূল্যবোধ, নৈতিকতা শিক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়