রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বন্দর, করিডোর দেয়ার পাঁয়তারার বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: চট্বগ্রাম বন্দর, করিডোর দেয়ার পাঁয়তারার বিরুদ্ধে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শনিবার বিকেলে  উপজেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) এসব কর্মসূচি পালন করে।

বিকেলে পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর  চত্বর  থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে জাদুঘর হলরুমে প্রতিবাদ  সমাবেশ  হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি নেতা কমরেড শামছুল আলম খান এবং সঞ্চালনা করেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক  কমরেড রুপন কুমার সরকার। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য  ডা. দিবালোক সিংহ, সিপিবি কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম আকাশ, এবং নেত্রকোনা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। বিদেশি স্বার্থে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাম্রাজ্যবাদের কাছে প্রিয় বাংলাদেশকে বেঁচে দেয়া দেশের মানুষ মেনে নেবে না। জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়