পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো এক গৃহবধূর।।


নুরুল ফেরদৌস, (লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার মদাতীতে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) বিকাল ৪টায় উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামটারহাট-কালীগঞ্জ বাইপাস আঞ্চলিক সড়কে নিজ বাড়ির সামনে বোরো ধানে খড় শুকাচ্ছিলেন গৃহবধু নিলিমা রানী।
এ সময় চামটাবাজার থেকে মোটরসাইকেলে একজন সঙ্গী নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছেলেন কনস্টবল আশিক। ঘটনাস্থলে পৌছলে গৃহবধু নিলিমা রানীর শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। এতে গুরুতর আহত হন নিলিমা। স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক। উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সাথে তাৎক্ষনিক আপোষ মিমাংস করে লাশ দাহ করার অনুমতি দেয়া হয়।
প্রতক্ষদর্শী স্বরসতি রানী বলেন, নিলিমা রানী তার নিজের রাস্তার নিজ সাইডে দাড়িয়ে ছিলেন। পুলিশের মোটর সাইকেলটি গতি বেশি হওয়া নিলিমাকে ফেলে দিয়ে তার বুকের উপর দিয়ে যায় মোটরসাইকেলটি পরে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়। ওসি সেলিম মালিক বলেন, সহকারী পুলিশ সুপার(বি সার্কেল) অফিসে কাজ শেষে ফেরাত পথে কনস্টবল আশিকের গাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়া হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।