রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে প্রায় প্রতিরাতেই চুরি হচ্ছে কৃষকের স্বপ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় প্রতিরাতেই কৃষকের স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে। সারা বছরের কষ্টে অর্জিত সম্পদ নিমেষেই ফাঁকা করে দিচ্ছে চোরের দল। গত চার দিনে হরিপুর ইউনিয়ন থেকে তিনটি ডিবি গ্রাম ইউনিয়ন থেকে পাঁচটি ও সর্বশেষ ২২ শে মে বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টা থেকে ভোর ৫ টার মধ্যে নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের মোঃ আব্দুল প্রামানিক এর ছেলে শাহজাহান আলীর দুটি মহিষ চুরি করে নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মূল্য ছিল ৪ থেকে ৫ লক্ষ টাকা।

এ সকল কৃষকরা কোরবানিকে সামনে রেখে বাড়িতে দীর্ঘ ১-২ বছর ধরে লালন পালন করে আসছিল এ সকল গরু ও মহিষ। কিন্তু মাত্র চার দিনের ব্যবধানে শুধুমাত্র চাটমোহর উপজেলা থেকেই প্রায় ১২ লক্ষ টাকা মূল্য মানের গরু ও মহিষ চুরি করে নিয়ে যায় চোরের দল। ফলে সারা বছর ধরে কৃষক যে স্বপ্ন দেখেছিলেন একটু লাভবান হওয়ার তা নিমেষেই ধুলোয় মিশিয়ে যাচ্ছে। প্রায় প্রত্যেকটি গ্রামেই রাত জেগে গরু পাহারা দিচ্ছে গ্রামবাসী।

অপরদিকে প্রধান সড়ক গুলোতে থানা পুলিশ টহল দিচ্ছে। কিন্তু এত সকল নিরাপত্তার মধ্যেও প্রতিদিনই চুরির ঘটনা চাটমোহর বাসীকে আতঙ্কের মধ্যে রেখেছে। আবার একাধিক চুরির ঘটনায় থানায় অভিযোগ হলেও এখন পর্যন্ত চোরকে আটক করা বা চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। অনেকেই মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো বা তাদের কাজ সঠিকভাবে করছেন না। ফলে একটু লাভের আশায় কৃষক যে স্বপ্ন বুনেছিল তা নিমেশেই নষ্ট হয়ে যাচ্ছে।

সুধী সমাজ মনে করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে এলাকার সাধারণ মানুষেরও এই সকল নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রয়োজনে রাত জেগে পাহারা দেওয়া, আঞ্চলিক সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থা করা যেতে পারে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এই ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে,চুরির ব্যাপারে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ও সকলকে সচেতন হতে হব বলে মন্তব্য করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়