শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোপালগঞ্জের চার দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি: দেশের উৎপাদিত সব ধরনের ওষুধের দাম সরকার কর্তৃক নির্ধারণের দাবি সহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)। বৃহস্পতিবার সকালে, প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এই মানববন্ধন হয়। বিসিডিএসের নেতারা বলেন, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক তথ্য সরবরাহ বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।

সারা দেশের ওষুধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিয়ে দ্রুত প্রতিস্থাপন করা, ব্যবসায়ীদের ন্যায্য কমিশন বাস্তবায়ন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানে কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করাসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য তাঁরা এই কর্মসূচি পালন করেছেন।দাবি মেনে নেওয়ার জন্য তাঁরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়