মদনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক অলি


মদন(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে সভাপতি ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে ১০ম গ্রেড বাস্তবায়ন ও হাওর ভাতা সম্পর্কিত আলোচনা সভায় প্রধান শিক্ষকদের মতামত ও সমর্থনের ভিত্তিতে তিন বছর মেয়াদী এই কমিটি গঠিত হয়। সাবেক সভাপতি কামরুজ্জামান রফিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন, আরশ মিয়া,মজিবুর রহমান,ইদ্রিস মিয়া,পারভীন আক্তার,খোকন মিয়া, অনিমা রানী রায়,বজলুর রহমান আকন্দ,নন্দিতা ভট্রাচার্য প্রমূখ। সভায় দ্রুত কার্যকরি কমিটি ঘোষণা করার জন্য প্রস্তাব করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।