বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় বেনামি টিসিবি পণ্য উত্তোলন বন্ধ করল ছাত্ররা এগুলো পেলো গরীব অসহায়

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়ন পরিষদে ১৬৩৬ জনের নামে টিসিবির পণ্যের সুবিধাভোগীর মধ্যে ২৫০ টি বেনামি তালিকার সন্ধান পায় ছাত্ররা।

বুধবার সকালে বড়হর ইউনিয়ন পরিষদে ১৬৩৬ জনের মধ্যে বিতরণের জন্য টিসিবি পণ্য নিয়ে আসা হয়। বিষয়টি ছাত্ররা পর্যবেক্ষন করে এতে ২৫০ জন সুবিধাভোগীর কোন হদিস পাওয়া যায়নি। পরে ছাত্ররা টিবিবি পণ্য ২৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে জাতীয় পরিচয়পত্র নিয়ে বিতরণ করেন।

এ বিষয়ে উল্লাপাড়া ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান বলেন বড়হর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের কথা শুনে, অনিয়ম রোধে ছাত্ররা উপস্থিত হয়। এতে দেখা যায় ২৫০ জন বেনামি কার্ড। এগুলো পরে গরীব অসহায় মানুষের মাঝে সরকারি মূল্যে বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়