রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়ন পরিষদে ১৬৩৬ জনের নামে টিসিবির পণ্যের সুবিধাভোগীর মধ্যে ২৫০ টি বেনামি তালিকার সন্ধান পায় ছাত্ররা।
বুধবার সকালে বড়হর ইউনিয়ন পরিষদে ১৬৩৬ জনের মধ্যে বিতরণের জন্য টিসিবি পণ্য নিয়ে আসা হয়। বিষয়টি ছাত্ররা পর্যবেক্ষন করে এতে ২৫০ জন সুবিধাভোগীর কোন হদিস পাওয়া যায়নি। পরে ছাত্ররা টিবিবি পণ্য ২৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে জাতীয় পরিচয়পত্র নিয়ে বিতরণ করেন।
এ বিষয়ে উল্লাপাড়া ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান বলেন বড়হর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের কথা শুনে, অনিয়ম রোধে ছাত্ররা উপস্থিত হয়। এতে দেখা যায় ২৫০ জন বেনামি কার্ড। এগুলো পরে গরীব অসহায় মানুষের মাঝে সরকারি মূল্যে বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.