সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচির বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

উজ্জ্বল অধিকারী: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম এর সুপারিশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘বিএনপি/সাধারণ/৭৭/৪৯৯/২০২৫’ নম্বরের আনুষ্ঠানিক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আব্দুর রাজ্জাক মণ্ডলের আবেদন বিবেচনা ও বিষয়টি পর্যালোচনা করে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। এদিকে সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় নেতা–কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তাঁদের বক্তব্য, “রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে দল আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়