সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিলো দুর্বৃত্তরা

সংবাদের আলো ডেস্ক: আওয়ামী লীগের ডাকা শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রবিবার (১৬ নভেম্বর) রাতে জেলা শহরের স্টেশন রোডের নিউটাউনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, গ্রামীণ ব্যাংকের কোনো শাখায় আগুন লাগার খবর আমাদের স্টেশনে পৌঁছায়নি। তাই বিষয়টি আমরা অবগত না।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জানান, গতকাল রবিবার দিবাগত রাতে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তিরা শাখাটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়