তাড়াশের তাইবুর রহমানের উদ্যোগে সিরাজগঞ্জে খুলল অত্যাধুনিক মইন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়াতে শুভ উদ্বোধন হলো মইন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের নতুন আঙ্গিনার। সিরাজগঞ্জ জর্জ কোর্টের সামনে আধুনিক সুবিধাসম্পন্ন এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই স্থানীয়দের মাঝে আনন্দ ও আশার সঞ্চার সৃষ্টি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ভবনে রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগের চেয়ে আরও বেশি বিভাগ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসা সুবিধা যুক্ত করা হয়েছে। এখানে নিয়মিতভাবে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। ফলে সিরাজগঞ্জ শহর ও আশপাশের এলাকাবাসী এখন ঘরেই পাবেন উন্নত চিকিৎসা—ঢাকা বা রাজশাহীতে ছুটতে হবে না আগের মতো।
হাসপাতালের পরিচালক তাড়াশ পৌর শহরের বাসিন্দা মোঃ তাইবুর রহমান বলেন, ”মানুষের সেবা করার লক্ষ্যেই আমরা নতুন আঙ্গিনায় হাসপাতালের যাত্রা শুরু করেছি। আধুনিক চিকিৎসার সব সুবিধা এখানে ধাপে ধাপে যুক্ত করা হবে। রোগীরা যেন সেরা সেবা পান, সেটাই আমাদের প্রধান অঙ্গীকার।” স্থানীয় বাসিন্দারা মনে করছেন—এ হাসপাতালের উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক ল্যাব ও উন্নত সেবার সমন্বয়ে স্থানীয় জনগণ দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনা থেকে মুক্তি পাবেন বলে তাদের প্রত্যাশা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই আরও কিছু নতুন বিভাগ চালু করা হবে এবং জরুরি বিভাগের সেবা ২৪ ঘণ্টা চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জ শহরের হৃদপিণ্ডে দাঁড়িয়ে চিকিৎসা সেবায় নতুন অধ্যায় রচনা করল মইন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।