আলফাডাঙ্গায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন কে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক(বহিষ্কৃত) উপজেলা মিঠাপুর কলেজ পাড়া নিবাসী আরেফিন মোল্লা’র ছেলে আব্দুল্লাহ আল মিলন(২৬)
আলফাডাঙ্গা থানার জি আর মামলা নং-২৫/২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪(খ) তৎসহ ৪০৬/৪২০/৫০৬ দ:বি: মুতাবেক তার বিরুদ্ধে মাননীয় আদালতে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে ১৬ নভেম্বর রবিবার সকাল ১০:৩০ মিনিটের সময় থানার থামনে থেকে এসআই শহিদুল ইসলাম গ্রেফতার করে মাননীয় আদালতে প্রেরণ করেন।
উল্লেখ থাকে যে, গত ৬ মার্চ দুপুরে আলফাডাঙ্গা পৌর এলাকার এক তরুণীকে সালিশের টাকা দেওয়ার কথা বলে ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন তার বাড়িতে ডেকে নিয়ে শয়নকক্ষে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা চালান। পরে ওই তরুণীর আত্ম চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ৭ মার্চ রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মিলনসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এই মামলায় গত ১৭ মার্চ গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া থেকে আলফাডাঙ্গা থানা পুলিশের এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আব্দুল্লাহ আল মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।