তাড়াশে স্কুলের পাশে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শিক্ষক পরিবারের ওপর হামলা
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম (সরাতলা) এলাকায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম (৫৮) ও তার পরিবারের ওপর হামলা, মারধর এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তালম সরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে সহকারী শিক্ষক আব্দুস সালামের বসতবাড়ি অবস্থিত।
তার বাড়ির একটি অংশ জমি আগেই বিদ্যালয়ের জন্য দান করা হলেও বর্তমানে নিজ বাড়ির দক্ষিণ দিকে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে তিনি প্রাচীর নির্মাণের কাজ তদারকি করেন।
পরে বেলা ২টা ৩০ মিনিটের দিকে প্রতিবেশী বিবাদী মোঃ হাবিবুর রহমান (৫৫), তার ছেলে মোঃ বাবু (৩০), স্ত্রী মোছাঃ বিলকিস বেগম (৫০) এবং অজ্ঞাত আরও ২–৩ জন লাঠি ও কোদাল নিয়ে সেখানে এসে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। এ সময় ভুক্তভোগী শিক্ষক বিদ্যালয়ে অবস্থান করায় অন্য সহকারী শিক্ষক মোঃ মোতাহার হোসেনের মাধ্যমে তাকে বাইরে ডাকা হয়। বাইরে আসার পর বিবাদী হাবিবুর রহমান তার শার্টের কলার ধরে টেনে স্কুল মাঠে নিয়ে গিয়ে মারধর করে।
সীমানা প্রাচীর নির্মাণের কারণে তাদের চলাচলে সমস্যা হচ্ছে—এ অভিযোগে তারা হামলা চালায় বলে জানা যায়। চিৎকার শুনে শিক্ষক আব্দুস সালামের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগম ও ছেলে মোঃ সাকিল আহমেদ এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, বিবাদীরা লাঠি দিয়ে তাদের বেধড়ক মারধর করে। এ সময় মোছাঃ বিলকিস বেগম ভুক্তভোগীর স্ত্রীর চুল টেনে মারধর করে এবং মোঃ বাবু তার নাকফুল ও কানের দুল জোরপূর্বক খুলে নেয়।
মারধরের এক পর্যায়ে অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি গালিগালাজ করতে করতে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশী মোছাঃ রোহিলা খাতুন, মোঃ আবুল কাশেমসহ বিদ্যালয়ের উপস্থিত শিক্ষকরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। এ সময় বিবাদীরা পালিয়ে যাওয়ার আগে শিক্ষক পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে। হামলার পর শিক্ষক মোঃ আব্দুস সালাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত সহায়তা কামনা করেছেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।