শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটকের ৬ ঘণ্টা পর মায়ের মুচলেকায় ছাড়া পায় কিশোর নিজন আমিন খান। পরে ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছে সে।

শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এ মন্তব্য করতে দেখা যায় তাকে।

নিজন বলে, আমাকে মুচলেকা দিতে হয়েছে। বলা হয়েছে, আমাকে যদি আবার ধানমণ্ডিতে দেখে, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করা হবে।

সে আরো বলে, ইনশাআল্লাহ, আমি আবারও ধানমণ্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে, এটাই আমার আশা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়