শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কোনাবাড়ীতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার 

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন নবাব আলী মার্কেট এলাকায় শনিবার সকালে বহুতল ভবনের পাঁচতলার ফ্লাট থেকে রহিমা বেগম (৩৮) নামের গৃহবধূর লাশ ও স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোটিয়া গ্রামের শাহজাহান সরকারের মেয়ে। এ ঘটনায় স্বামী এমরান মিয়া (৪০) কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে কি কারনে এ ঘটেছে তাতক্ষনিক কারন জানা যায়নি । তাদের ঘরে একটি সৎ কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের মেয়ে সারমিন আক্তার ভাষ্যমতে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হাতে থাকা ছুড়ি দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করে এমরান নিজেই আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ লাশ উদ্ধার করতে গিয়ে দেখে স্বামী জীবিত। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এ ঘটনায় মেয়েকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্র জানায় ১৫ দিন আগে স্ত্রী সন্তান নিয়ে ভবনের পাঁচতলার ফ্লাটে ভাড়া নেয় কসাই এমরান।

পাশের একটি কক্ষে তাঁর মেয়ের পরিচিত একজন দম্পতিকে সাবলেট ভারা দেয়া। এ ঘটনার পর শুক্রবার রাতের সাড়ে বারোটার দিকে ভবনের নীচ তলায় গেইট দায়িত্ব থাকা বাড়ির কেয়ারটেকার আমিনুল ইসলামকে গেইট খুলে দিতে বললে। আমিনুলে সন্দেহ হলে গেইট না খুলে পাঁচতলার ফ্লাটে এসে দেখে বাহির থেকে দড়জা বন্ধ। ভিতরে থেকে মেয়ের আর্তনাদ শোনা যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে মেয়ে সহ তার মামা মামীকে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পর থেকেই ওই সাবলেট দম্পতি কৌশলে পালিয়ে যায়।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি মোঃ সালাউদ্দিন জানায় ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই তদন্ত করছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়